শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

চবিতে আইইআরডিসির আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
চবিতে আইইআরডিসির আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

আহসান হাবিব, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিবেটিং ক্লাবের  (আইইআরডিসি) আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘1st IERDC Nationals-2026’।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল ১৭ জানুয়ারি।

আয়োজকরা জানান, এশিয়ান পার্লামেন্টারি বাংলা ফরম্যাটে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা বিতার্কিকরা অংশ নিচ্ছেন। আন্তঃস্কুল-কলেজ পর্যায়ে ১৪টি দল এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। চবি ছাড়াও ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নিয়েছেন বিতার্কিকরা।

আইইআর ডিবেটিং ক্লাবের মিডিয়া সেক্রেটারি খন্দকার তানভীন কায়েস লিওন বলেন, “বিভাগভিত্তিক একটি ক্লাব হিসেবে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন একটি চ্যালেঞ্জিং কাজ ছিল। তবে স্পন্সর ব্যবস্থাপনা, টিম ম্যানেজমেন্ট ও প্রশাসনিক সহযোগিতায় সব কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে।”

আইইআরডিসির সাংগঠনিক সম্পাদক এবং চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান বলেন, “একটি ডিপার্টমেন্টাল ক্লাব হয়েও জাতীয় পর্যায়ের এমন আয়োজন বাস্তবায়ন করতে পারা আমাদের জন্য আনন্দের। এটি বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক অন্যান্য ক্লাবের জন্যও একটি ইতিবাচক বার্তা বলে আমরা মনে করি।”

তিনি আরো বলেন, “পাহাড়ঘেরা নৈসর্গিক পরিবেশ, শীতের হিমেল বাতাস ও প্রাণবন্ত ক্যাম্পাসজুড়ে বিতার্কিকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এখন যুক্তির উৎসবে মুখর।”

আগামীকাল ১৭ জানুয়ারি সকাল ১১টায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের ডিন, আইইআরের পরিচালক, ক্লাব মডারেটর, চাকসু নেতৃবৃন্দসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল