রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহযোগিতায় ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ) এবং ডিইআইইডি (DEIED) সম্মিলিতভাবে "রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট" আয়োজন করতে যাচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সামিট।
শনিবার (২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় এসব তথ্য জানান ইউরিচের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান হৃদয়।
এ সামিটের মূল উদ্দেশ্য দেশের যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং স্টার্টআপ ইকো-সিস্টেম উন্নয়নে সহায়তা প্রদান করা। ইউরিচের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান হৃদয় জানান, তরুণদের চাকরির পিছনে না দৌড়িয়ে নিজেদের উদ্যোগ নিতে উৎসাহিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং দেশের অর্থনীতিতে নতুনমাত্রা যোগ করাই সামিটের প্রধান লক্ষ্য।
সামিটে সফল স্টার্টআপ জার্নির জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটিজিক সাপোর্ট, যেমন ইন্ডাস্ট্রি অ্যাক্সপার্টদের সঙ্গে নেটওয়ার্কিং ও সরকারি সহায়তা প্রদান করা হবে। এছাড়াও রাজশাহী বিভাগের স্টার্টআপ ইকো-সিস্টেম গড়ার লক্ষ্যে প্রত্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়া হবে।
সামিটে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এবং উদ্যোক্তাদের জন্য তিনটি সেগমেন্টে রেজিস্ট্রেশন খোলা থাকবে।অডিয়েন্স রেজিস্ট্রেশন, বিজনেস আইডিয়া প্রতিযোগিতা রেজিস্ট্রেশন এবং স্টার্টআপ শো-কেসিং রেজিস্ট্রেশন।
রেজিস্ট্রেশনের শেষ সময় ২৭ জানুয়ারি, ২০২৬। বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে ২ লাখ টাকার প্রাইজপুল।
রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের সচিব, শীষ হায়দার চৌধুরী। এছাড়া, এক খ্যাতনামা যুব ইনফ্লুয়েঞ্জারকে সারপ্রাইজ হিসেবে পাওয়া যাবে, যার নাম পরে ঘোষণা করা হবে।
একে