তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজের সাংস্কৃতিক সংগঠন তিতুমীর নাট্যদলের ২০২১-২০২২ পরিচালনা পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
৩১ জুলাই (শনিবার) সংগঠনটির মডারেটর পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েনা শবনম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
পরিচালনা পরিষদে ফের সভাপতি র্নিবাচিত হয়েছেন ওয়ালিউল্লাহ তুহিন ও সাধারণ সম্পাদক পদে র্নিবাচিত হয়েছেন ওমর আহমেদ অভ্র।
এছাড়া পরিচালনা পরিষদে সহ:সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক-আসিফ উজ জামান, দপ্তর সম্পাদক-সাদিয়া রুম্মান, অর্থ সম্পাদক-রুবাইয়াত ফেরদৌস মিমু, তথ্য ও প্রচার সম্পাদক-সানি দেবনাথ, প্রকাশনা সম্পাদক-মোঃ ফ. আ. সিদ্দিকী সিয়াম এবং প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক-ফাতেমা ইদ্রিস মুন্নি।
ফের দায়িত্ব পেয়ে পরিচালনা পরিষদের সভাপতি ওয়ালিউল্লাহ তুহিন বলেন, কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় অভিভাবক ও তিতুমীর নাট্যদলের বটবৃক্ষ মডারেটর জুয়েনা শবনম ম্যাম কে। আমাকে আবারো যোগ্য মনে করার জন্য। আমি আমার সবটুকু দিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। একই সাথে ভালোবাসা ও অভিনন্দন আমার বাকি সহযোদ্ধাদের। একযোগে, এক সাথে এগিয়ে নিয়ে যাবো তিতুমীর নাট্যদল কে।
পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্র উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, থিয়েটার আমার ভালোবাসা আর ভালোবাসার উঠোন তিতুমীর নাট্যদল। জুয়েনা শবনম ম্যাম আমার উপর যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি আমার সবটুকু দিয়ে পালন করতে পারি সে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ আমার কাজের পথকে সহজ করে।। আমার পুরো পরিচালনা পরিষদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
সময় জার্নাল/এমআই