সময় জার্নাল ডেস্ক : গতকাল বিশ্ব নারী দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে।
আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আদর্শ নারী হিসেবে আমি আমার মাকে জেনেছি। গ্রামের প্রতিটি মানুষ আমার মাকে গরীবের মা হিসেবে জানতেন।পরিবার থেকেই আমাদের নারীদের যাত্রা শুরু, সেই যাত্রা যেন পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যায়
পর্যন্ত নিয়ে যায় সেই লক্ষেই প্রত্যেককে এগিয়ে আসতে হবে।
উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য সালেহা
সাদেক।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সমাজের প্রতিটি পর্যায়ে নারীর সম্মান নিশ্চিত করতে হবে। আমরা আমাদের ঘর থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারীর অধিকার ও যথাযথ সম্মান নিশ্চিত করতে পারলেই এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাব আমরা।
অনুষ্ঠানে প্রধান আলোচক কল্পনা রায় ভৌমিক বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নকে রোল মডেলে পরিণত করেছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবেই নারী ক্ষমতায়নের এই অগ্রযাত্রাকে সারা বিশ্ব সাদরে গ্রহণ করবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের কারাতে খেলোয়াড় মাউনজেরা বর্না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. শিরিন আখতার, ডীন, শিক্ষা ও প্রশিক্ষণ অনুষদ, এইউবি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ডীন সায়েদা আকতার।
সময় জার্নাল/এমআই