নিজস্ব প্রতিবেদক: এনআরবিসি ব্যাংক হরিরামপুর শাখার কর্মীবৃন্দ ব্যক্তিগত উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। করোনাভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজেদের বেতন ও বোনাস থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
হরিরামপুর শাখার কর্মীবৃন্দ এসময় ১০০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবিসি ব্যাংক করোনা মহামারির শুরু থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় হেলথ ডেস্ক স্থাপনসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ
করে আসছে।
সময় জার্নাল/এমআই