এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে স্বাধীনতা পরবর্তী উপজেলার প্রশাসনিক এলাকায় একাধিক ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব ভবনগুলোর প্রাচীর দেয়াল প্রতিনিয়ত ধসে ধসে পড়ছে। এসব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত অপসারণ করা না হলে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।
উপজেলা পরিষদ চত্বরে প্রবেশের মুখেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এককালের উপজেলা প্রশাসনের ব্যবহৃত পরিত্যক্ত একাধিক ভবন। ভবনগুলোর দরজা জানালা কালক্রমে বেহাত হয়ে গেছে। প্রতিটি ভবনের প্রাচীর, ছাদও ভেঙ্গে ভেঙ্গে পড়েছে। পলেস্তরাও নেই। এ ভবনগুলো অনেক আগেই পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে।
এরমধ্যে রয়েছে সাবেক উপজেলা প্রশাসনিক ভবন, পরিত্যক্ত টিডিডিসি হল, দুটি খাদ্য গুদাম। একই চত্বরে রয়েছে সবেচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ভবন। যে কোন মূহুর্তে ভেঙ্গে পড়ার আশঙ্কায় পথচারীরাও ঝুঁকি নিয়ে চলাচল করে। উপজেলা প্রশাসনের প্রধান সড়কের পাশের এসব পরিত্যক্ত ভবনের ভিতরের দুর্গন্ধে পথচারিদের নাক চাপে চলতে হয়। রোদ-বৃষ্টিতে অনেক পথচারী এসব ঝুঁকিপূর্ণ ভবনের নীচে স্থান নেয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে ঢুকে পড়ে। গরু-ছাগল ও স্থান নেয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম বলেন, অত্যাধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণে উপজেলা পরিষদের বিভিন্ন সভায় বাব বার উত্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, উপজেলা চত্বরেরের অতি ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনগুলোর অপসারনের জটিলতা নিরসন করে দ্রুত ব্যবস্থা গ্রহনকরা হবে।
সময় জার্নাল/এমআই