মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

কুড়িগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

মঙ্গলবার, মার্চ ৯, ২০২১
কুড়িগ্রামে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

রেজাউল করিম রেজা,কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাছাড়াও পাঁচটি গবাদিপশু মারা গেছে।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে উপজেলার তিলাই ইউনিয়নের গোপালপুর গ্রামে আব্দুল মজিদের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। নিহত ওই বৃদ্ধা আব্দুল মজিদের মা (৭০)।

জানা গেছে, মজিদের বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে তার মায়ের ঘর ও আধাপাকা দুটি রুম ও চারটি গরু ও একটি ছাগল মারা যায়।

মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়ি পরিদর্শন করেন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নিবার্হী অফিসার( ইউএনও) দীপক কুমার দেব শর্মা ও ভুরুঙ্গামারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আতিয়ার রহমান। এসময় অগ্নিকা-ের শিকার পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা, দুই বস্তুা চাল ও শুকনো খাবার দেয়া হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন জানান, পরিবারটির আনুমানিক ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তাৎক্ষণিক ভাবে ১০ হাজার টাকা, দুই বস্তুা চাল দিয়েছি। তাছাড়াও তাদের সহায়তার জন্য জেলা প্রশাসনের নিকট আমরা আবেদন করবো।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল