মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার পাটকেলঘাটায় ছোট ভাই মনতাজ মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার একদিন পর হত্যাকারি বড় ভাই শাহজাহান মল্লিক ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামের একটি বাগানের আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। গতকাল মঙ্গলাবার সকালে কলারোয়া থানা পুলিশ তার মরদহ উদ্ধার করে।
আত্মহননকারি শাহজাহান মল্লিক সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জগদানন্দকাটি গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুল মজিদ মল্লিকের বড় ছেলে।
পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাটকেলঘাটা থানাধীন জগদানন্দকাটি গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুল মজিদ মল্লিকের বড় ছেলে শাহজাহান মল্লিক রোববার রাতে বাড়ির গেটে তার ছোট ভাই মনতাজ মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার নিহত মনতাজ এর স্ত্রী পিয়া বেগম বাদি হয়ে শাহজাহানসহ তিনজনের নাম উল্লেখ করে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শাহজাহানকে ধরার জন্য পুলিশ তার শ্বশুরবাড়ি নগরঘাটার শুকুর আলী বিশ্বাসের বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এর একদিন পর মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের জনৈক পরেশ রায় চৌধুরীর আমবাগানে একটি গাছে একটি ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে খোরদো পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তৌফিক টিপু জানান, পরেশ রায় চৌধুরীর আমবাগান থেকে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে শাহজাহান মল্লিক। তার পরনে নীল রং এর জিন্টস প্যান্ট ছিল। গায়ে ছিল ফুল হাতা জামা। তার পকেটে থাকা মানি ব্যাগ থেকে পাওয়া ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাকে সনাক্ত করা হয়। সে তার ছোট ভাই মনতাজ মল্লিক হত্যা মামলার আসামী। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কলারোয়া থানার ওসি খায়রুল কবীর জানান, শাহজাহান মল্লিকের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মুর্শেদ জানান, রোববার রাতে ছোটভাই মনতাজ মল্লিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বড়ভাই শাহজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার খোরদো বাটরা গ্রামের একটি আমবাগান থেকে শাহজাহান মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় খোরদো পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সময় জার্নাল/জিল্লুর/ইএইচ