নিজস্ব প্রতিবেদক। সময় জার্নাল : বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে তিনি আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ফজলুর রহমানের জন্ম ১৯৪৬ সালে। পিতার নাম সিরাজ উদ্দিন আহমেদ, মা জাহানারা বেগম। ১৯৬৯ সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
স্বাধীনতার পর ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি ফজলুর রহমান বিচার বিভাগে মুন্সেফ হিসেবে যোগ দেন। ১৯৮৯ সালের ১৫ জুন পদোন্নতি পেয়ে হন জেলা ও দায়রা জজ। ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি স্থায়ী হন। পরে হাইকোর্ট থেকে অবসরে যান।
সময় জার্নাল/আরইউ