শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পুরুষের প্রতি এত বৈষম্যের বিচার চাই!

শুক্রবার, আগস্ট ৬, ২০২১
পুরুষের প্রতি এত বৈষম্যের বিচার চাই!

ডা. ফাহমিদা মাহবুবা :

অনেক আগে থেকেই আসলে পুরুষের প্রতি চরম বৈষম্য করা হয় । আগে ছোট ছিলাম বলে অত কিছু বুঝতাম না । কিন্তু এখন যত বড় হচ্ছি বয়স বাড়ছে তত বেশি পুরুষের প্রতি বৈষম্যগুলো চোখে পরছে ।
এগুলো পুরুষরা সহ্য করে কিভাবে ? আহারে !
এই যে পরীমনির কথাই ধরুন না । বেচারি বাহারি রংয়ের বোতল দেখে মুগ্ধ হয়েই হোক আর যেমনেই হোক মদ দিয়ে ঘর ভর্তি করে রাখছে ।তার আবার মেয়াদ উর্ত্তীণ লাইসেন্স । বিরাট অপরাধ অবশ্যই । তাকে পুলিশ ধরে নিয়ে গেল । কত কত টিভি চ্যানেল হুমড়ি খেয়ে পড়ল । কত কত ভুঁইফোড় ইউটিউব চ্যানেল এই নিউজ কাভার করে লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করে ফেলল ।
পরীমনির বাসায় অভিযান চলার সময় তার বাসার সামনে হাজারো মানুষের ঢল নামলো । সেখানে মাস্ক বিক্রি করে মাহবুব না কি যেন নামের একজন মাস্ক বিক্রেতা তার ভাগ্য ফিরিয়ে ফেলল ।
একই দিনে নজরুল ইসলাম রাজের বাড়িও অভিযান চলল । কই সেখানে তো আম জনতার ঢল নামলো না !
তার বাসার সামনেও যদি আম জনতার এমন ভীড় হত তাহলে আরেক জন মাস্ক বিক্রেতা তার ভাগ্য ফিরিয়ে ফেলতে পারত না বলেন ?
ছেলে বলেই তার প্রতি এমন বৈষম্য মানা যায় ?
তারপর ধরেন রাজেরও রিমান্ড মন্জুর হল পরীমনিরও হল ।
কিন্তু বেচারা রাজের খবরটা পরীমনির খবরের চাপে ধামাচাপা পড়ার মত অবস্থায় আছে । আহারে !
তারপর যখন পরীমনি কে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তার পরণে ছিল একটা শার্ট ।
সেই শার্ট টা এখন বিভিন্ন পেইজে বিক্রি হচ্ছে পরীমনি শার্ট নামে ।
বেচারা রাজের শার্ট টা কি রংয়ের ছিল সেটা কেউ খেয়ালও করে নাই !
এগুলো বৈষম্য না ??
তারপর শিল্পা শেঠীর জামাই আরেক রাজ ।ঐ ব্যাটা কি অকাম করছে সেটা হাইলাইট করার খবর নাই ঘন্টায় ঘন্টায় নিউজ হচ্ছে - রেগে গেলেন শিল্পা !
শিল্পা কি করছেন , কেন রেগে গেলেন , তিনি আগে থেকে ঘটনা কেন জানতেন না এসব নিয়ে মুখর সব নিউজ পোর্টাল !
এতসব নিউজের চাপে বেচারা রাজই যেন স্পেস পাচ্ছেন না !
পুরুষ বলেই এত বৈষম্য কেন করা হবে ? উনাদের কি হাইলাইট হবার শখ হয় না ?
বিচার চাই এত বৈষম্যের ….😐 !!


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল