সময় জার্নাল ডেস্ক :
রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে ট্রিাফিক পুলিশের জরিমানার শিকার হয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. সাইদুল আশরাফ কুশল। ঘটনার বিস্তারিত জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হল।
আজ সকালে বাজার করার জন্য গাড়ী নিয়ে বের হয়েছিলাম। ফেরার পথে ভুল ইউ টার্ন করার জন্য পুলিশ গাড়ী থামাতে বললো।
আমার কাছের মানুষ অনেকেই পুলিশ অফিসার। এ ধরনের মামলা থেকে রেহাই পাওয়া আমার জন্য একটা ফোন কল এর ব্যাপার ।
আমি নিজের পরিচয় দিলাম এবং অনুরোধ করলাম আমার জরিমানা ৫০% কমানো যায় কিনা । উনারা রাজি হলেন এবং আমার মতন একজন কম বয়স্ক ডাক্তার কে যথেষ্ট সম্মান দিলেন। আমি ৬০০ টাকা জরিমানা দিয়ে সালাম দিয়ে ফিরে এলাম।
যা বলতে চাই :
১. আমরা যারা সমাজে ভাল আছি, তারা যদি নিয়ম না মানি তাহলে কারা মানবে ?
২. আপনার টুকটাক ক্ষমতা আছে বলেই তা সব জায়গায় দেখানোটা শোভনীয় নয়।
৩. কাছের মানুষরা যারা ভাল পজিশন এ আছেন তারাও এসব ছোটখাট বিষয়ে ফোন করলে বিরক্ত হন, কিন্তু আপনাকে বলতে পারেন না। তারা তাদের জুনিয়র কলীগ এর কাছে ছোট হন এভাবে ফোন দেয়া হলে।
৪. ভুল হলে সেটা মেনে নেয়ার অভ্যাস থাকা ভাল। জীবনে চলার পথে তা কাজে দেয়।
৫. আমি হয়ত ৬০০ টাকা হারিয়েছি, কিন্তু আমার মনটা ভাল লাগছে- এটা ভেবে যে আমি একটা ঠিক কাজ করেছি।
লেখক : মানসিক রোগ বিশেষজ্ঞ।