মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন।
(৭ আগস্ট) সকাল ১০ ঘটিকায় নরসিংদী সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ৫ম ব্যাচের শিক্ষার্থী এবং তার কলিগ মো: আমির হোসেন।
তিনি বলেন- "মোশাররফের হালকা বুকে ব্যথা ছিলো। তারপর তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর ইসিজি করানো হয়। ইসিজি রিপোর্ট এ বলা হয় একটু সমস্যা আছে। তাই দাঁড়িয়ে ছিলাম কার্ডিওলজির ডাক্তার দেখানোর জন্য। এমতাবস্থায় সে দাঁড়ানো ছিলো হটাৎ দাঁড়ানো অবস্থা থেকে বুকে ব্যথা করছে বলে সে বসে পরে। এরপরই সে মারা যায়।
তিনি নরসিংদীর করিমপুর কে কে বয়েজ হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী।
মোশাররফ হোসেনের বাড়ী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাস্তা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে।
মোশাররফ হোসেনের মৃত্যুতে তাঁর কলিগ, বন্ধু-বান্ধব সর্বপরি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে শোকের ছাড়া নেমে এসেছে।
উল্লেখ্য, মোশাররফ হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুতে কুবি শাখা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেন।
সময় জার্নাল/এমআই