এম.পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জে ৭আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু।
শনিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রগুলোতে টিকা গ্রহণকারী নারী পুরুষের উপচে পড়া ভিড়। পৌরসভার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, প্রধান শিক্ষক মালেক হাওলাদার, কাউন্সিলরবৃন্দ।
সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা ১৬টি ইউনিয়নসহ পৌরসভার ১৭টি কেন্দ্রে ৫১টি বুথে এ টিকাগ্রহণ শুরু হয়। প্রতিদিন ১০ হাজার ২শ’ মানুষ পাবেন করোনা ভ্যাকসিন। উদ্ধোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, খাউলিয়া ইউনিয়নে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ প্রতিটি কেন্দ্র ঘুরে টিকা গ্রহণকারীদের খোজ খবর নেন। তিনি নিজেও সাধারণ মানুষকে রেজিষ্ট্রেশন করান।
এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, খাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, জিউধরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা।
অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আলী হাসান সকালে তেলিগাতি, পঞ্চকরণ, দৈবজ্ঞহাটী, বলইবুনিয়া, হোগলাপাশা, বনগ্রাম, পুটিখালী, হোগলাবুনিয়া ও রামচন্দ্রপুর ইউনিয়নের টিকা কেন্দ্র পরিদর্শন করেন এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের কেন্দ্রগুলোতে ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, আব্দুর রাজ্জাক মজুমদার, রেজাউল ইসলাম নান্না, রিপন দাস, শাহজাহান আলী, আব্দুল আলীম, পারুল বেগম উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী উৎসবমুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রেই সকাল থেকে সাধারণ মানুষ নিজ উদ্যোগে টিকা গ্রহণ করছেন। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী, পুলিশ, আনসার, গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক ও স্কাউট টিমসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সার্বিক সহযোগিতায় মাঠ পর্যায়ে কাজ করছেন।
সময় জার্নাল/এমআই