লোকটিও চলে গেছে
এইখানে একটু আগেও বসেছিল সে
এখন আর নেই
পড়ে আছে
শেষ সিগারেট-ছাই ভাঙা অ্যাশট্রে
লোকটি চলে গেছে বহুদূর
নিয়ে গেছে
বুকপকেট ভর্তি
জীবনের বিরাগ-বেদনা-অসুর
কার জীবন আর স্থির
কার জীবনে আর
জমে থাকে রাজ্যপাটের সমস্ত সুখ
থাকবেই দুঃখ আর বেদনা গভীর
বুদ্ধও চলে গেছে
নির্বাণ লাভে অসুখ আর জীর্ণতা নিয়ে
সকলেই চলে যায়
একদিন জীবনের চৌকাঠ পেরিয়ে।
নির্বোধ মানবের হাত
সকালের মিহি বাঁকারোদ
শরীর ছুঁয়ে থাকে
প্রেমশূন্য অন্ধ হৃদয় জেগে থাকে নির্বোধ
জ্যোৎস্নাসৌরভ
রাতে গায়ে মেখে কয়েক চামচ
তবু জাগে না চেতনার রঙ অসাড় অনুভব
মুখে মাখি ঘাসের শিশির
পাখির শিস শুনি
মাঠের সবুজে চোখ কেন হয় না অধীর
দিন-রাত্রি সকাল
এইভাবে পার হয়ে যায়
নির্বোধ মানবের হাত ধরে থাকে মহাকাল।
সরওয়ার মুর্শেদ
রচনা : ০৯ মার্চ, ২০২১
বাড়ি : গীতবিতান, কুষ্টিয়া।
সময় জার্নাল/ আইএম