ইসাহাক আলী, নাটোর: নাটোরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এসময় আহত আরো
৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি যাত্রীবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এসময় গুরুতর আহত আরো ৫ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আহতদের
মধ্যে আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো দুই-একজন বাড়তে পারে।তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সময় জার্নাল/এমআই