সময় জার্নাল প্রতিবেদক :
আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের আকবর শাহ এলাকার উত্তর কাট্টলী কলেজে করোনা আইসোলেশন সেন্টার চালু হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম। সভাপণ্ডিত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম মুনজুর আলম।
বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সেলিম আকতার চৌধুরী।
পরে তারা আইসোলেশন সেন্টারটি ঘুরে দেখেন।
সময় জার্নাল/ইএইচ