এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৪ জন মারা গেছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন আর উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছে ।
বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল এর পরিচালক ডাঃ মো সাইফুর রহমান জানায়, গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৩৩ জন এবং সুস্থ হয়েছে ৩৩ জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৪১ জন।
ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মো ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনকে নতুন শনাক্ত করা হয়েছে যাতে আক্রান্তের হার ৩১.৮২ শতাংশ। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৯১ জন। ফরিদপুরে এই পর্যন্ত ১৮,৯১৭ জন রোগীর করোনা শনাক্ত করা হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ তানসীভ জুবায়ের নাদিম জানান, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯০৯ জন। সরকারি হিসেবে মোট সুস্থ্য হয়েছে ১৪৪২৭ জন।
সময় জার্নাল/এমআই