শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

চাল নিতে এখন থেকে সবার স্বাক্ষর জ্ঞান থাকতে হবে: ইউএনও জাহাঙ্গীর

রোববার, আগস্ট ৮, ২০২১
চাল নিতে এখন থেকে সবার স্বাক্ষর জ্ঞান থাকতে হবে: ইউএনও জাহাঙ্গীর

এম পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: ১০ টাকা কেজি দরে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর চাল নিতে এখন থেকে সবার স্বাক্ষর জ্ঞান থাকতে হবে। টিপসই দিয়ে কোন সুবিধাভোগী চাল নিতে পারবেনা। বাগেরহাটের মোড়েলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার ও উপজেলা খাদ্য কর্মকর্তার উদ্দেশে কথাগুলো বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। 

সোমবার বেলা ১২টায় তিনি এ বিষয়ে সভা করেন। নির্বাহী কর্মকর্তা আরও বলেন, কর্তব্যরতদের স্বচ্ছতা ও সুবিধাভোগীদের স্বাক্ষরজ্ঞান নিশ্চিত করতে সরকারি এ সিদ্ধান্ত এখন থেকেই বাস্তবায়ন করা হবে।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা পুতুল, খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আকতার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারগণ উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল