মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের অনলাইনে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
"স্কাউটিং এ আমাদের সাথে যুক্ত হোন এবং সামাজিক নায়ক হয়ে উঠোন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে তাদের এই সদস্য সংগ্রহ কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ১৩ এবং ১৪ তম ব্যাচ থেকে এই সদস্য আহ্বান করা হয়েছে। ১৩ ও ১৪ ব্যাচের আগ্রহী শিক্ষার্থীদেরকে গুগল ফর্মের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এ ব্যাপারে কুবি রোভার স্কাউটের সিনিয়র রোভারমেট খোরশেদ আলম বলেন, বিশ্ববিদ্যালয়গুলো হল এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি নিজেকে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পায়। আর এই সুযোগ তৈরি করে দেয় বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো।
আর সেই সুবাধেই কুবি রোভার স্কাউট ইউনিট বিশ্ববিদ্যালয়ের ১৩ ও ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন সদস্য আহ্বান করছে। সদস্য সংগ্রহের পরে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ, সুনাগরিক এবং আত্মামর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়।"
উল্লেখ্য, গান, নাচ, আবৃত্তি, বিতর্ক, আইটি এবং গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে যাদের দক্ষতা রয়েছে তাদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হবে।
সময় জার্নাল/এমআই