মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৮ অগষ্ট রোববার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৭৫ জন।
করোনা উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার মিরারচক গ্রামের মজিবর গাজীর স্ত্রী হাবিবা খাতুন (৫৫) ও আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের
মৃত হোসেন আলী সরদারের ছেলে আবদুল কাদের সরদার (৯০)। এছাড়া করোনা আক্রান্ত হয়ে সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খুলনা
জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাখোলা গ্রামের মৃত আবদুল জব্বার বিশ্বাসের ছেলে আবু সাইদ বিশ্বাস (৬০)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা
ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগষ্ট তারা মারা যান।
সামেক হাসপাতাল সূত্র জানায়, ৯ আগষ্ট সকাল পর্যন্ত মোট ১৬২ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১৩ জন করোনা পজেটিভ ও
বাকি ১৪৯ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২৬ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।
এদিকে সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৩৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৭ দশমিক ৬৯শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৪১শতাংশ।
সময় জার্নাল/এমআই