শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
ঢাকা সাভারের রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুসে উঠেছে তার জন্মভুমি লালমনিরহাটের হাতীবান্ধার সর্বস্থরের লোকজন।
বুধবার (১১ আগস্ট) দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় বিভিন্ন সংগঠনের ব্যনারে মানববন্ধনে অংশ নেয় ৩ শতাধিক বিভিন্ন শ্রেনীপেশার লোকজন। এ সময় বুড়িমারী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেয়া সবাই অধ্যক্ষ মিন্টুর হত্যাকারীদের সর্বচ্চ শাস্তি ফাঁসীর দাবি জানান।
হাতীবান্ধা টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ, হাতীবান্ধা রক্তদান সংস্থা, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা মঞ্চের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন মজনু, মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারন সম্পাদক রনিউল ইসলাম রিপন ও ছাত্রলীগ নেতা মোহন।
মানববন্ধন কর্মসূচিতে হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনকে গত ১৩ জুলাই তার নিজ প্রতিষ্ঠান সাভার রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজে হত্যা করে তার দুই বন্ধু, ২৭ দিন পর ওই কলেজের আঙ্গিনায় মাটি খুরে তার খন্ডিত মরদেহ উদ্ধার করে র্যাব। এ ঘটনায় তার দুই বন্ধুসহ ৩ জনকে আটক করে র্যাব।
সময় জার্নাল/এমআই