নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় ঋনের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ১২জন উদ্যোক্তার মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন দুপুরে পৃথক অনুষ্ঠানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদের সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আবদুল গাফফার চৌধুরী, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন, রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন প্রমূখ।
সময় জার্নাল/এমআই