সময় জার্নাল প্রতিবেদন : কাব্য সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রজন্ম একাত্তর সম্মাননা পেলেন কবি জামসেদ ওয়াজেদ।
গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে কবির হাতে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রী মজিদ মাহমুদ হুমায়ূন নিজ হাতে কাব্য সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটি কবি জামসেদ ওয়াজেদের হাতে তুলে দেন।
কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক ফারুক হোসেন, আমিরুল ইসলাম, খালেক বিন জয়েনউদ্দীন, সুজন বড়ুয়া এবং কবি ও গবেষক মজিদ মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন কবি ছড়া শিল্পী আসলাম সানী। কবি জামসেদ ওয়াজেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় কবিতা পাঠ । অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কবি শেলী সেলিনা।