মাসুদ আলম :
আমি বাংলাদেশের দুইটি আলাদা মোবাইল অপারেটর এর সিম কার্ড ব্যবহার করছি। একটির বয়স ১৭+ বছর, অন্যটি তার তুলনায় অনেক কম।
প্রতিদিন একেকটি মোবাইল কোম্পানি থেকে বিভিন্ন প্রমোশন ম্যাসেজ আসে গড়ে ১০ টি করে! তারপর ফোন কল তো আছেই। এসব বন্ধ করার জন্য তাদের দেওয়া নির্দিষ্ট কোড নম্বরে ম্যাসেজ পাঠিয়েও এসব 'দমন' করা যাচ্ছেনা, কয়েকদিন একটু কম আসলেও একসময় সেই আগের মতোই অত্যাচার শুরু হয়ে যায়। সকাল দুপুর রাত... গভীর রাত কোন নিস্তার নাই এসব ম্যাসেজ থেকে।
এরপর আছে অতি বিরক্তিকর প্রমোশন ফোন কল এবং ইন্টারনেট প্যাকেজ বিড়ম্বনা। দরকারি ফোন কল ভেবে মোবাইল হাতে নিয়ে দেখি 'গজব কল'!
মাঝে মাঝে মন চায় মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করে দেই, কিন্তু যুগের বাস্তবতায় তা সম্ভব হয়না।
আমি সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ দিন দুটি ভিন্ন অপারেটরের সিম ব্যবহার করে আসছি। এক কথায় তাদের সেবা পেয়ে আমি সন্তুষ্ট, কোন বিরক্তিকর ম্যাসেজিং নেই। তারাও প্রমোশন অফার করে- সপ্তাহে দু'একটির বেশি নয়। তবে মাঝে মাঝে সর্তকতামূলক ম্যাসেজ আসে, যেমন- আমি ড্রাইভিং করছি, তখন একটি ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয় যে ওমুক রোডে ফগি ওয়েদার/ ওমুক রোডে ধুলা ঝড়ের কারণে ভিজিভিলিটি লো/ওমুক এলাকায় বৃষ্টি হচ্ছে- ড্রাইভ সেফলি, হাসপাতালের এপোয়েন্টম্যান্ট নেওয়া থাকলেও ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয়.... ইত্যাদি ইত্যাদি।
কিন্তু বাংলাদেশের গুলোর মতো দৈনন্দিন জীবনকে দূর্বিষহ করে তুলেনা।
মোবাইল অপারেটর গুলোর এই অত্যাচার কিভাবে বন্ধ করা যায়?
(স্ক্রিনশট ছবিতে-১৫/১৬ দিন ডিলিট না করা আনরিড ম্যাসেজ গুলোর সংখ্যা)
ধন্যবাদ
মাসুদ আলম
১১-০৮-২০২১