মো: মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৯ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৭ জন, নেত্রকোনায় ৫ জন, শেরপুরের ৩ জন ও গাজীপুরের ১ জন রয়েছে।
করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), মুক্তাগাছা উপজেলার মজিদা বেগম (৯০), ত্রিশাল উপজেলার ইশরাত (৭ মাস), গফরগাঁও উপজেলার রহিমা খাতুন (৬৪), নেত্রকোনার সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার জুলেখা (৭০)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইল উপজেলার কামাল (৪৫), নেত্রকোনা সদরের সুধা (৬৭), নাবিলা (২৫), মুজিবুর রহমান (৪৫), মোহনগঞ্জ উপজেলার আব্দুর রহিম(৭৫), শেরপুর সদরের বিলকিস (৩৫) ও নকলা উপজেলার সখিনা (৫৫)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৪৪ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৭ টি নমুনা পরীক্ষায় আরো ৪৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৭২ জন।
সময় জার্নাল/এমআই