আসল নকল
খোলা আকাশে তোমাকে উড়িয়ে দিলাম
জানালা খুলে পাখির মত মুক্ত হওয়ার স্বাদ দিলাম
কলম নিয়ে শুধু তোমাকেই লিখলাম
কতশত যত্ন নিলাম
ভালোবাসি না বলেও বুঝাতে চাইলাম আমার শুধু তোমাকে চাই...!
এতএত লেখা এতএত তোমাকে পড়ি
কখনো তো তুমি দু কলম আমাকে ভাবোনা
আমার শার্টের গন্ধ নিতে এগিয়ে আসো না
আসলে তুমি হয়তো ভালোবাসাতেই জানো না..!
কলম হয়তো থেমে যাবে তোমার নামে কবিতা হবে না
ভালোবাসা হয়তো অন্য কেউ মনের দামে নিয়ে যাবে
সঠিক কি না ভুল মানুষের হাত ধরবো আমি কিন্তু জানি না
তোমার ও যে ভুল হয় এটা বুঝতেই চেষ্টা করলে না!
চিঠির ভালোবাসা বুঝতে তুমি কখনোই পারলে না
ভালোবাসা বুঝতে এত হাঁটুফেলে বলতে হয় না।
সবাই যদি একেই হয় ভিন্নতা তুমি চিনবে না
ভালোবাসা সহজ যেমন কঠিন হতে দিও না!
আসল নকল কত প্রেম পূর্ণতা পায় না
প্রেম মানে না পাওয়া সেটাই তুমি জানো না!
ভালোবাসায় দূ্রত্ব বলে কিছু কখনো হয় না
মনের সাথে মন মিললে ভালোবাসা হারায় না।
লেখক: কবি ও শিক্ষার্থী।
সময় জার্নাল/এমআই