দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি : খুলনার রুপসার শিয়ালী গ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদ।
গতকাল বুধবার (১১ই আগষ্ট) বিকাল ৪ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিলা ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিপ্রা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অসিত মল্লিক, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সরোজ কান্তি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস পল্টু , হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের সভাপতি সুবল রায়, ডেভিট বৈদ্য প্রমুখ।
এসময় বক্তরা খুলনা রুপসার শিয়ালী গ্রামে প্রতিমা ও বাড়িঘর ভাঙচুর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওয়াতায় এনে শাস্তির দাবী জানায়।
এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া, পটুয়াখালীর কলাপাড়া, রাখাইনদের উচ্ছেদ, কোটালীপাড়ার কলাবাড়ীতে সংঘর্ষ, সাভারে প্রধান শিক্ষক মিন্টু বর্মনকে হত্যাসহ সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপিড়ন, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদেও বক্তব্য রাখেন বক্তারা। হিন্দুদের নিরাপত্তার জন্য সংখ্যালঘু বিষয়ক কমিশন ও মন্ত্রালয় গঠনে সরকারের প্রতি দাবি করেন তারা।
এর আগে দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হরিচাঁদ ঠাকুরের বাড়ি ওড়াকান্দির শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে এর প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সময় জার্নাল/এমআই