সময় জার্নাল ডেস্ক : বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) তে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম স্থান অর্জন করায় অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম এর নিকট হতে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন প্রধানিয়া।
এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ. বি. এম রুহুল আজাদসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক গত অর্থ বছরে (২০১৯-২০) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর বার্ষিক পরিবীক্ষণ ও চুড়ান্ত মূল্যায়নে প্রথম স্থান অর্জন করে। কৃষি ব্যাংক বিশেষায়িত ও রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ৭৯.৯৫ নম্বর অর্জনে সক্ষম হয়েছে।
ব্যাংক ব্যবস্থাপনার পক্ষ হতে ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরো ভাল করার আশাবাদ ব্যক্ত করা হয়।
সময় জার্নাল/এমআই