খাদিজা খানম, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টির নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার।
বুধবার (৪ আগস্ট) নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুন ২০২১ হতে এই নিয়োগ কার্যকর বলে গণ্য হবে এবং পরবর্তী দুই বছরের জন্য বহাল থাকবে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে এবং বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।
অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টির নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অনুষদের অধিকাংশ বিভাগ নতুন হওয়ায় এসব বিভাগের অনেক বিকাশের প্রয়োজন রয়েছে। আমার পরিকল্পনা ও আকাঙ্খা, এই অনুষদের গবেষণা, অধ্যয়ন শিক্ষক- শিক্ষার্থীদের পঠন-পাঠনের মানোন্নয়ন করা। এছাড়া একাডেমিক কার্যক্রমে গতি আনার জন্য সাধ্যমত চেষ্টা করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ড. দিব্যদ্যুতি সরকার ২০১৬ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করে বর্তমানে বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সময় জার্নাল/এমআই