খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দূস্থ্যদের মাঝে সোনালী ব্যাংকের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সোনালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মনছার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান ও সাংবাদিক শাকীর।
উল্লেখ্য যে, দেশে চলমান করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ্ অসহায় ও দূস্থ্য পরিবার গুলোর মধ্য থেকে বাছাই করে সারা দেশে কিছু সংখ্যক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সোনালী ব্যাংক লিমিটেড। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১০ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেয়া হয়।
সময় জার্নাল/এমআই