হিলি প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে জমিতে কাজ করার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সায়েম সবুজ স্থানীয় সাংবাদিকদের জানান, দুপুরে কচুয়া গ্রামের বকুল মিয়ার ছেলে কৃষক জাহাঙ্গীর আলম (২৬) বাড়ির পাশের মাঠে পাওয়ার টিলার সহায়তায় জমি চাষ করছিল। এসময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জমিতেই জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম জানান, দুর্যোগে নিহত ব্যক্তির তথ্যাদি জেলা প্রশাসক বরাবরে আর্থিক অনুদানের জন্য প্রেরণ করা হয়েছে।
সময় জার্নাল/এসএ