এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে ৬ জন মারা গেছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন আর উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে ।
বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল এর পরিচালক ডাঃ মো সাইফুর রহমান জানায়, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনকে নতুন শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ২৫.৮০ %। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২২৬ জন । ফরিদপুরে এই পর্যন্ত ১৯৬৫৩ জন রোগীর করোনা শনাক্ত করা হয়েছে ।
ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মো ছিদ্দীকুর রহমান জানান, , গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ২৫ জন এবং সুস্থ হয়েছে ৬৩ জন। সরকারী হিসেবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৬০ জন, মোট সুস্থ্যতার হার জেলায় ৭৬.২৫% এবং মৃত্যুর হার ২.৩৪% ।
ফরিদপুর সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ তানসীভ জুবায়ের নাদিম জানান, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯৫৬ জন । সরকারী হিসেবে মোট সুস্থ্য হয়েছে ১৪৯৮৭ জন ।
সময় জার্নাল/এমআই