দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার সকালে কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলীর নেতৃত্বে তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।
এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কেন্দ্রীয় কৃষক লীগের জাতীয় কমিটির সদস্য অহিদুজ্জামান, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর,সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মিলন মোল্যা, সাধারণ সম্পাদক আসলাম সরদার, পৌর কৃষক লীগের সভাপতি ইসলাম শেখ, সাধারণ সম্পাদক বেল্লাল মোল্যা প্রমূখ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/আরইউ