এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
দিসবটি উপলক্ষে রবিবার সকাল ৮ টায় শহরের ঐতিহাসিক অম্বিকা হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পূজা উদযাপন পরিষদ, এফবিসিসিআই, আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, এফবিসিসিআই এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ, বিসিআই এর পরিচালক মোঃ খায়ের মিয়া প্রমূখ।
সময় জার্নাল/এমআই