সময় জার্নাল ডেস্ক :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে রাজশাহী কলেজে।
এ উপলক্ষে শোক র্যালি,শ্রদ্ধার্ঘ নিবেদন, শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারি সমন্বয়ে অনলাইন আলোচনা সভা, শিক্ষার্থীদের জন্য অনলাইনে রচনা, স্বরচিত কবিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও হামদ-নাত প্রতিযোগিতার এবং পুরস্কার বিতরণের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ নূরল আলম (সাবেক চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মহা. হবিবুর রহমান ( সাবেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী) এবং সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।
এছাড়া বাদ যোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
সময় জার্নাল/ইএইচ