নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদার সহিত কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ১৪ আগস্ট, শনিবার রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট রাজনীতিবিদ জানাব হাসানুল হক ইনু এমপি। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা একাত্তরের রণাঙ্গনের সৈনিক লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ। সঞ্চালনা করেন প্রমোশন অফিসার ইমাম মেহেদী।
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনিমিত এবং কালো ব্যাজ ধারণ করা হয়। সকাল ১০.১৫ মিনিটে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহাজান আলী। এসময় উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জুলফিকার আলী, মো. মনিরুজ্জামান ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মামুন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছা. ইসমত আরা খাতুন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাস্থবিধি মেনে ১৫ আগস্ট নিহত জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম সবুজ।
সময় জার্নাল/এমআই