শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

রোববার, আগস্ট ১৫, ২০২১
লক্ষ্মীপুরে শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

মো. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে লক্ষ্মীপুরবাসী। 

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সাবেক বিমানমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, পৌরসভার মেয়র পদপ্রার্থী এ.কে.এম বদরুল আলম শাম্মী, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ বায়েজিদ ভূইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ প্রমুখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। 

অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের উদ্যোগে দুপুরে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল