শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়ানী ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)’র উদ্যোগে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রোববার সকালে বিজিবি’র দোয়ানী ক্যাম্পে উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দোয়ানী ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ পিএসসি।
এসময় গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, হাতীবান্ধা প্রেসক্লাব সম্পাদক নুরল হক, মোহনা টিভির জেলা প্রতিনিধি সুমন খান, ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
(৬১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ পিএসসি জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়ানী ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)’র উদ্যোগে দোয়ানী, ঝালং ও ধবলসতির শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল, চাল, ডাল, চিনি, তেল, আলু ও সাবান।
সময় জার্নাল/এমআই