রুহুল সরকার, রাজীবপুর প্রতিনিধি: রাজীবপুর উপজেলায় নদীতে নেমে গোসল করতে গিয়ে হাসেন আলী(১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
রবিবার(১৫ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই নতুন গ্রাম আনন্দ বাজার এলকায় সোনাভরী'র শাখা নদীতে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিখোঁজ হাসেন আলী আনন্দ বাজার এলাকার ওসমান আলীর ছেলে। তিন ভাই বোনের মধ্যে সে সবার বড়।
পারিবারিক সূত্রে জানা গেছে,সকালে গরুর জন্য ছোট ভাইকে নিয়ে ঘাস কাটতে বেরিয়েছিল হাসেন আলী।ঘাস কাটা হলে বন্ধু ও ছোট ভাই হোসেন আলী সহ আরও কয়েক জনের সাথে নদীতে নেমে সাঁতার কেটে গোসল করার সময় হঠাৎ স্রোতের টানে ডুবে যেতে থাকে সে। এসময় তাকে উদ্ধার করার চেষ্টা করেও তার বন্ধু ও ছোট ভাই ব্যর্থ হয়।পরে তাদের চিৎকারে এলাকাবাসী এসে নদীতে নেমে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে আর পাওয়া যায় নি।
নিখোঁজ হাসেন আলীর নানা সাবেক ইউপি সদস্য মোতালেব মেম্বার জানান, গ্রামবাসী তাকে উদ্ধার করতে না পেরে জরুরী সেবা ৯৯৯ নাইনে ফোন করে ফারায় সার্ভিস এর কাছে খবর দেওয়া হয়। পরে রৌমারী ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার তৎপরতা চালু করে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে তারাও আমার নাতিকে উদ্ধার করতে পারে নি।
রৌমারী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ খোরশেদ আলম প্রধান বলেন, রাজীবপুরে নাদীতে এক কিশোর ডুবে যাওয়ার খবর পেয়ে জরুরি ভাবে পাশ্ববর্তী জামালপুর থেকে একটি ডুবুরি দল এনে আমরা অভিযান পরিচালনা করি। কয়েক কিলোমিটার ব্যাপি অনুসন্ধান চালানো হলেও ডুবে যাওয়া হাসেন আলীর কোন সন্ধান পাওয়া যায় নি। তিনি আরও জানান নদীতে স্রোত ছিলো তারা ধারণা করছেন হয়তবা স্রোতের টানে সে অনেক দূরে ভেসে গিয়েছে।
সময় জার্নাল/এমআই