সময় জার্নাল প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ষে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি আরো সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর মিরপুরে ব্যাংকের ২য় উপশাখা ‘ঢাকা কমার্স কলেজ রোড উপশাখা’ শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১০ মার্চ) শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি পরিচালক মোঃ রাজীব পারভেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক হাসান তানভীর, খান ইকবাল হাসান, শাখা তদারকি বিভাগ প্রধান মোঃ মাহাবুবুল আলম, ব্রান্ডিং এন্ড কর্পোরেট কম্যুনিকেশন বিভাগ প্রধান নিয়াজ মোসাব্বির শাহ্, সাধারণ সেবা বিভাগ প্রধান শাকির মাহমুদ শরফুদ্দীন, মিরপুর শাখা ব্যবস্থাপক মোঃ সালেকুর রহমান ও ঢাকা কমার্স কলেজ রোড উপশাখার ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/আরইউ