সময় জার্নাল প্রতিবেদক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া কুমারখালীর সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার (১৫ আগষ্ট ) বিকেল ৫টায় পাঠাগার কার্যালয়ে আলোচনা পর্ব, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় পাঠাগার চত্বরে স্বাস্থ্য সচেতনতায় সাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সান্দিয়াড়া টিচার্স ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এ মনিম তুহিনের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে, পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, পাঠকক্ষ ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য মোঃ আমজাদ হোসেনসহ পাঠাগারের নিয়মিত পাঠকবর্গ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/আরইউ