রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজীবপুর উপজেলায় নদীতে নেমে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩০ ঘন্টা পর হােসেন আলী'র(১৭) মৃতদেহ উদ্ধার হয়েছে।
সোমবার(১৬আগষ্ট) দুপুরের দিকে নিখোঁজ হওয়ার ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে করাতি পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীতে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয় নৌ চালকরা।
পরে তার পরিবারের সদস্যদের খরব দিলে তারা এসে নিশ্চিত করে এটি হোসেনের মৃতদেহ। পরে স্বজনরা উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে যায়। হোসেন আলীর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল রবিবার(১৫ আগষ্ট) সকালের দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই নতুন গ্রাম আনন্দ বাজার এলকায় সোনাভরী নদীতে গোসল করত গিয়ে স্রোতের টানে ডুবে গিয়েছিল হোসেন আলী।স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও গতকাল তাকে উদ্ধার করতে পারে নি।
স্থানীয় অধিবাসী রফিকুল ইসলাম লাল হোসেন আলীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। মৃতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সময় জার্নাল/এমআই