মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন (৩০) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের বাবুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাংক কর্মকর্তা আজমীর হোসেনের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজমীর হোসেন সকালে ব্যক্তিগত কাজে সাতক্ষীরা হতে কলারোয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাতটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকার বাবুলিয়া মোড়ে পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগতির কোচ তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দিলে সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরাদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সময় জার্নাল/এমআই