সময় জার্নাল ডেস্ক :
চিকিৎসা একটি মহান পেশা, একজন চিকিৎসক তার রোগীর নিকট পরম নির্ভরতার প্রতীক। তাই সকল রোগীরই প্রত্যাশা, একজন চিকিৎসক যথাযথ সময় ও মানবিকতা নিয়ে যত্ন সহকারে তার প্রতিটি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করবেন।
রোগীদের সেই প্রত্যাশা ও নির্ভরতাকে যথাযথ মূল্যায়ন করে, বিগত ২৫ বছর ধরে নিরলসভাবে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সুনামধন্য চিকিৎসক ডা: কে. এ. মুনসুর হেলাল।
তিনি চিকিৎসা সেবা কে শুধুমাত্র পেশা হিসেবে নয় বরং মানবসেবার একটি মহান ব্রত হিসেবে নিয়ে, রোগীদের অসুস্থতা জনিত সকল দুঃখ দুর্দশা লাঘবের জন্য যথাযথ যত্ন সহকারে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
ডা: মনসুর হেলাল দেশ বিদেশের খ্যাতনামা মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল হতে বিভিন্ন উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ লাভ করেন।
তিনি দেশের বিখ্যাত প্রতিষ্ঠান বিএসএমএমইউ (সাবেক পিজি) হতে কার্ডিওলজি বিষয়ে বিশেষায়িত ডিগ্রী অর্জন করেন এবং সুইজারল্যান্ড ও ইংল্যান্ড হতে কার্ডিওলজির উপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন।
ডা: মুনসুর হেলাল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ইতিপূর্বে তিনি বিএসএমএমইউ (সাবেক পিজি), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD), বারডেম ইত্যাদি খ্যাতনামা প্রতিষ্ঠানে সুনামের সাথে কর্মরত ছিলেন।
ডা: মুনসুর হেলাল রোগীদের মেডিসিন, বাতজ্বর, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগ সংক্রান্ত স্পেশালাইজড চিকিৎসা সেবা প্রদান করেন।
রোগীদের অধিকতর চিকিৎসা সেবা প্রদানের স্বার্থে, তিনি কুমিল্লা সিডি প্যাথ হসপিটাল এবং লাকসামের লাকসাম ডায়াবেটিস ও হার্ট কেয়ার সেন্টারে রোগীদের আন্তরিক সেবা প্রদান করেন।
সময় জার্নাল/ইএইাচ