আন্তর্জাতিক ডেস্ক।সময় জার্নাল : আফগানিস্তানে রাজধানী কাবুলের বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় সব ধরনের সামরিক ও বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটিই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র।
বিমান চলাচল আবার কখন শুরু হবে তা পরিষ্কার নয় উল্লেখ করে তিনি বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে মার্কিন সেনারা। কিন্তু দেশ ছেড়ে পালাতে ইচ্ছুক আফগানদের চাপ রয়েছে বিমানবন্দরে।’
এর আগে কাবুল বিমানবন্দরে শত শত আফগানে জোর করে উড়োজাহাজে উঠে দেশ ছাড়ার চেষ্টা করে। এদের মধ্যে মধ্যে অন্তত পাঁচ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।
বিবিসি জানায়, মার্কিন সেনারা বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় কাজ করে চলেছে। বর্তমানে সেখানে আছে ২ হাজার ৫০০ সেনা। মার্কিন সেনাদের তৎপরতায় দুইজন আফগান নিহত হয়েছেন। নিহত দুইজন অস্ত্রধারী ছিল।
সময় জার্নাল/আরইউ