শাহিনুর ইসলাম প্রান্ত। লালমনিরহাট : জেলার পাটগ্রাম উপজেলায় দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর গেটে ২ বাংলাদেশী যুবককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে জয়নাল আবেদিন (৩২) ও আল মামুন (৪০) নামে দুই বাংলাদেশী যুবক করিডোর গেট দিয়ে ভুল বসত ভারতের অভ্যান্তরে ঢুকে গেলে তাদের রাইফেল দিয়ে মারধর করে ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়ানের তিনবিঘা ক্যাম্পের সদস্যরা।
এ ঘটনার জের ধরে বিজিবি এবং বিএসএফ’র পতাকা বৈঠকের কারণে প্রায় ২ ঘন্টা তিনবিঘা করিডোর গেট দিয়ে চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানায়, তিনবিঘা করিডোরের ভিতরে ২ বাংলাদেশী যুবক ভুল বসত ভারতের অভ্যান্তরে ঢুকে পরে। এ সময় ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়ানের তিনবিঘা ক্যাম্পের সদস্যরা ওই ২ যুবককে রাইফেল দিয়ে মারধর করে। বিএসএফ’র নির্যাতনে আহত ওই ২ যুবক স্থানীয় বিজিবি’র কাছে অভিযোগ করেন। বিজিবি’র সদস্যরা তাৎক্ষনিক এ ঘটনার প্রতিবাদ করেন। পরে তিনবিঘা গেট সম্মুক্ষে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনবিঘা করিডোর গেট দিয়ে প্রায় ২ ঘন্টা চলাচল বন্ধ থাকে। পতাকা বৈঠকে বিএসএফ’র ২ জন কোম্পানী কমান্ডার বাংলাদেশীকে মারধরের ঘটনায় বিজিবি’র কাছে দুঃখ প্রকাশ করেন।
৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পানবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার পর আমরা তাৎক্ষনিক প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহবান করেছি। পতাকা বৈঠকে বাংলাদেশী ২ যুবককে মারধরের ঘটনায় বিএসএফ’র পক্ষ থেকে দুঃখ প্রকাশসহ এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সময় জার্নাল/আরইউ