দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর মধ্যে প্রথমবারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সোমবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে মাসিক সমন্বয় সভা শেষে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনের হাতে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট তুলে দেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।
এসময় গোপালগঞ্জ সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ এস এম সাকিবুর রহমান, কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত পরিচালক ডাঃ তাপস সহ জেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন জানান, গত তিন মাসে ইনডোরে ভর্তি রোগী, আউটডোর চিকিৎসা, রিপোর্টিং সিস্টেম, স্বাভাবিক ডেলিভারি, আইএমসিআই ব্যবস্থাপনা, ১৭ টি কমিউনিটি ক্লিনিকের রিপোর্টিং সিস্টেম ও সার্বিক ব্যবস্থাপনায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যখাতে ব্যাপক অবদান রাখায় এ সম্মাননা দেওয়া হয়েছে।
এছাড়া করোনা মহামারীতেও টুঙ্গিপাড়া হাসপাতাল বেশ সাফল্য অর্জন করেছে। উপজেলায় মোট ১৫৮৫ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৩৩৪ জন। একজন রেফারকৃত সহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। বাকিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি। এটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সবাই মিলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা করে যাবো।
সময় জার্নাল/এমআই