বিশ্ববন্ধু জাতির জনক নামটি তার শেখ মুজিব বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু তুমি।
দেশের জন্য বজ্রকন্ঠে গর্জে উঠেছিলে মুজিব
তোমার গর্জনে পরাজিত আজ পাকিস্তানী পাক বাহিনী।
সোনার দেশের, সোনার ফসল, সোনার ছেলে তুমি,
তোমার জন্য অর্জিত আজ বাংলা মাতৃভূমি।
এক ডাকে তুমি ঝড় তুলেছো,
পাকিস্তানীদের রুখে দিয়েছো,
দামাল ছেলেদের সাহস দিয়েছো,
মায়েদের বুকে শক্তি দিয়েছো,
সংগ্রামী এক জাতি গড়েছ, তুমি শেখ মুজিব।
বাঙালির নেতা!
তোমার জন্য অর্জিত আজ বাংলার স্বাধীনতা।
সংগ্রামী এক ভাষণ দিলে,
পাকিস্তানের কারাগারে তুমি বন্দি হলে,
শারীরিক নির্যাতনের শিকার হলে
তবু মাথা নত করলে না।
দেশের জন্য শপথ ছিলো মুক্ত করবে সোনার বাংলা।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান
চাষী, জেলে, কামার, কুমোর,
ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ সবাই ছিলো এক
তাইতো তোমার ডাকে জেগে ছিল বাঙালি সমাজ
বঙ্গবন্ধু তুমি ছিলে বটবৃক্ষের ছায়া,
তোমার ডাকে সাড়া দিয়ে রক্ত দিল বাংলার বীর সন্তানেরা।
জীবন দিয়ে মুক্ত করলো বাংলার মাতৃভূমি,
সেই মায়ের বুকে আজ উড়ছে লাল সবুজের পতাকা।
শিশু মুজিব তরুন তুমি অহংকার বাঙালির
বাংলাদেশের আরেক নাম শেখ মুজিব!
মায়ের ভাষা মাতৃভূমি যতদিন বেঁচে থাকবে-
জাতির জনক থাকবে তুমি বাঙালির হৃদয়ে চির অমর হয়ে।
লেখক: কবি ও শিক্ষার্থী।