আদালত প্রতিবেদক।সময় জার্নাল : স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রাম মহানগর দায়রা জাজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি বলেন, বাবুল আক্তারের জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা তার জামিনের জন্য পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।
এর আগে গত ১০ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে বাবুল আক্তারকে কারাগারে রাখার আদেশ দিয়েছিলেন। গ্রেফতারের পর ওইদিনই প্রথমবারের মতো বাবুল আক্তারের জামিন আবেদন করা হয়েছিল।
সময় জার্নাল/আরইউ