মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার (মেলান্দহ -মাদারগঞ্জ) আসনের স্বাধীন বাংলাদেশের প্রথম সাংসদ, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও মেলান্দহ উপজেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত ডাক্তার নূরল ইসলামের ২৩তম মৃত্যু বার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮আগষ্ট) পাশা পরিবার নিজ বাসভবন চত্বরে শান্তি—পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
ডাক্তার নূরল ইসলাম ফাউন্ডেশন সভাপতি ও মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব ইসমত পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, জামালুপর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহফুজুল আলম মুক্তা।
এছাড়াও আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মেলান্দহ পৌরসভার সাবেক সফল মেয়র হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও মেলান্দহ বাজার বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, জেলা পরিষদ সদস্য আবু তাহের ঠিকাদার, এডভোকেট বজলুল হক ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক এস,এম মোশারফ হোসেন প্রিন্সসহ উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য নেতাকর্মী, সুধীবৃন্দ মেলান্দহ বাজার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে প্রয়াত ডাক্তার নূরল ইসলামের রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করা হয় এবং গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সময় জার্নাল/এমআই